নরসিংদীতে একদিনে ৩ জনের করোনা শনাক্ত

২৫ অক্টোবর ২০২১, ০৫:৩৫ পিএম | আপডেট: ১০ মে ২০২৫, ১০:২৪ এএম


নরসিংদীতে একদিনে ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ৩৯৩ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ১২২টি পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয় ও ২১টি অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ৩ জন সদর উপজেলার। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬০৯৬ জন, রায়পুরাতে ৬১৪ জন, বেলাবোতে ৭৩৩ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১৪০৮ জন ও পলাশে ১৬৪৫ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৩৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৬ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ২৫ জন ও করোনা রোগী ১ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৯ জন, পলাশ ১২ জন।



এই বিভাগের আরও