অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রি, ঠকছেন ভোক্তারা
১১ জুন ২০২২, ০৮:১০ পিএম | আপডেট: ০৪ মে ২০২৫, ০১:২৬ পিএম

মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদী জেলাজুড়ে দোকানগুলোতে বাড়তি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করছেন। এতে সঠিক ওজনে মিষ্টি না পেয়ে ঠকছেন ক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে।
ক্রেতারা জানান, জেলার সকল উপজেলার বেশিরভাগ মিষ্টির দোকানগুলোতে অতিরিক্তি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করা হচ্ছে। এতে মিষ্টিসহ অন্যান্য খাদ্যসামগ্রী কিনে ওজনে কম পেয়ে ঠকছেন ক্রেতারা। ক্রেতারা এই বিষয়ে আপত্তি জানালেও কর্নপাত করছেন না অসাধু ব্যবসায়ীরা। মিষ্টির দোকানীরা অর্ডার করে অতিরিক্ত ওজনের কার্টন তৈরি করে এসবের মধ্যে মিষ্টি বিক্রি করে বাড়তি লাভ করে ক্রেতাদের ঠকাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার সদর উপজেলার মাধবদী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, মিষ্টি ব্যবসায়ীরা ২২০ থেকে ২৪০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করছেন। এসব দোকানে ১৭০ গ্রাম, ১৪০ গ্রাম ওজনের কার্টনও রাখা হয়েছে। এছাড়া শুধুমাত্র আইনী জটিলতা থেকে বাঁচার জন্য নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে মাত্র ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টন সাজিয়ে রাখা হয়। সাজিয়ে রাখা এসব কার্টনে মিষ্টি বিক্রি করা হয় না।
মাধবদী বাজারের দীপা সুইটমিট, পিপাসা সুইটমিট, জলখাবার সুইটমিট, মুসলিম সুইটমিটসহ বেশ কিছু দোকানী ক্রেতাদের সাথে এমন প্রতারণা করছেন বলে অভিযোগ ক্রেতাদের।
জানতে চাইলে দীপা সুইটমিটের মালিক চিত্ত ঘোষ বলেন, ক্রেতারা ৮০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি নিলে ২২০ টাকা কেজি ও ২২০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি নিলে ১৬০ টাকা কেজি বলেই বিক্রি করে থাকি। এসময় তার দোকানে ৮০ গ্রাম ওজনের কার্টন আছে কী না জানতে চাইলে তিনি দেখাতে পারেননি।
পিপাসা সুইটমিটের মালিক পবিত্র চন্দ্র ঘোষ বলেন, সুইটমিট সমিতির পক্ষ থেকে ৫০ গ্রাম ওজনের কার্টন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা বলা হলেও কিছু দোকানদার বেশি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করায় আমিও বিক্রি করছি। তবে এখন থেকে আমি আর বেশি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করব না।
এবিষয়ে সুইটমিট সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা বলেন, দোকানদারদের সঠিক ওজনের কার্টন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা হলেও তারা আমাদের কথা শুনছেন না। তারা বেশি ওজনের কার্টন দিয়েই মিষ্টি বিক্রি করছেন।
মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, বাড়তি ওজনের কার্টনে মিষ্টি বিক্রির অভিযোগ আমাদের জানা নেই। তবে এরকম হয়ে থাকলে এসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রায়ই বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়ে থাকে। কোন ক্রেতা বা ভোক্তা যদি অভিযোগ করেন সেক্ষেত্রেও ব্যবস্থা নেয়া হয়ে থাকে। অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর