মিরপুর- নরসিংদী (পাঁচদোনা) ভায়া ৩০০ ফিট রুটে বিআরটিসির এসি বাস

০৪ মার্চ ২০১৮, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:২৭ এএম


মিরপুর- নরসিংদী (পাঁচদোনা) ভায়া  ৩০০ ফিট রুটে বিআরটিসির এসি বাস
ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে মিরপুর থেকে পাঁচদোনা পর্যন্ত এসি বাস সেবা চালু করলো বিআরটিসি। সকালে খিলক্ষেতের জোয়ারসাহারা বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ভূইয়া। নতুন এসি বাস দিয়ে চালু হওয়া এই সার্ভিসে যোগ হয়েছে ৬টি বাস। এগুলো মিরপুর ১২ থেকে, ইসিবি চত্তর, কালশি, কুড়িল বিশ্বরোড, নিলা মার্কেট, কাঞ্চন ব্রীজ ও গাউছিয়া হয়ে পাঁচদোনায় যাত্রী পরিবহন করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে মিরপুর থেকে বিশ্বরোড, কাঞ্চন ব্রীজ, গাউছিয়া ও পাঁচদোনা পর্যন্ত যথাক্রমে ৩০, ৬০, ৮০ ও ১০০ টাকা। একই ভাড়া নেওয়া হবে পাঁচদোনা থেকে যথাক্রমে গাউছিয়া, কাঞ্চন ব্রীজ, বিশ্বরোড ও মিরপুর পর্যন্ত। বিআরটিসি চেয়ারম্যান বলেন, যাত্রীদের অংশগ্রহণের উপর ভিত্তি করে ভবিষ্যতে এই সার্ভিস বাড়ানো বা কমানো হবে। এর ফলে নরসিংদীর অফিসগামী যাত্রী সাধারণের বিকল্প যানবাহনের সুবিধা তৈরী হলো এবং ট্রেন এর উপর থেকে কিছুটা হলেও চাপ কমবে বলে মনে করা হচ্ছে। এর আগে এ বাস সেবা কুড়িল বিশ্বরোড, নিলা মার্কেট, কাঞ্চন ব্রীজ ও গাউছিয়া পর্যন্ত যাত্রী পরিবহন করত।