প্রবীণ সাংবাদিক নিবারণ রায়ের মুক্তিযোদ্ধা সনদ মিলবে কবে
৩০ মার্চ ২০১৮, ০২:৪৩ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৯:৫৭ এএম

গত ২৬ শে মার্চ ছিল ৪৮ তম মহান স্বাধীনতা দিবস। এদিনটি বাঙালি জাতির জন্য বিশেষ স্মরণীয়। মুক্তিযোদ্ধাদের কাছে গৌরবের ও মর্যাদার। এদিনে জাতি তাদের স্মরণ করে শ্রদ্ধাভরে। দেশ স্বাধীন হওয়ার পর কয়েক দফায় মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে। তারপরও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়নি। তাদের মধ্যে নরসিংদীর প্রবীণ সাংবাদিক নিবারণ রায় একজন। গত বছরের শেষের দিকে যাচাই-বাছাই করে পুনরায় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত হয়, সেই তালিকায় নিবারণ রায়ের নাম থাকলেও স্বাধীনতার ৪৭ বছরেও মেলেনি তার মুক্তিযোদ্ধার সনদ। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নিবারণ রায় ১৯৭১-এ কলমের পরিবর্তে হাতে তুলে নেন অস্ত্র।
পাকিস্থানি হানাদার বাহিনীর ওপর মুক্তিবাহিনীর হামলার খবর তিনি পরিবেশন করতেন তৎকালীন সাপ্তাহিক বাংলার বাণী পত্রিকায়। মুক্তিযুদ্ধে এই কলম যোদ্ধার বিশেষ অবদান থাকলেও স্বাধীনতার ৪৭ বছরেও মেলেনি তার মুক্তিযোদ্ধার সনদপত্র। তবে সম্প্রতি মুক্তিযোদ্ধাদের নরসিংদী সদর উপজেলার 'খ' তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিবারণ রায় জানান, ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর নরসিংদী জেলার বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্র খুলে শত শত যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ২৫ মার্চ রাতে বাঙালির ওপর হানাদারদের হামলা শুরু হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসেন নিবারণ রায়। নিবারণ রায়ের বয়স ৬৬ বছর। সাংবাদিকতা করছেন গত ৪৬ বছর ধরে। নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবেই কাজ করছেন দৈনিক ইত্তেফাকে। মুক্তিযোদ্ধের সময় পাকিস্থানি হানাদার বাহিনী কাছে নিবারণ রায় যেমন আপোশ করেনি, তেমনি এই কলম যোদ্ধা এখনো অন্যায়ের কাছে আপোশ করে না। একজন সৎ মানুষ হিসেবে জীবন যাপন করেন।
এ ব্যাপারে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিবারণ রায়ের মতো একজন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম এতদিন কেন তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তা আমার বোধগম্য নয়। তবে এবার যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে তার নাম 'খ' তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় তার নাম ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র। যাচাই-বাচাই কমিটির নয়জনের মধ্যে সাতজনই তার পক্ষে মত দিয়েছে। চূড়ান্ত তালিকায় নাম উঠতে তা সহায়ক ভূমিকা পালন করবে।

বিভাগ : নরসিংদীর খবর
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা