নরসিংদীর পলাশে ২ মাসে ১৫ ডাকাতি !!
০১ এপ্রিল ২০১৮, ০৫:২৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম

অনলাইন ডেস্ক
[caption id="attachment_2114" align="alignnone" width="622"]
ছবিঃ সংগৃহীত[/caption] নরসিংদীর পলাশে রাত ঘনিয়ে এলে পৌরবাসীর চোখে মুখে নেমে আসে ডাকাত আতঙ্ক। আর ডাকাতদের হাত থেকে নিজেদের জানমাল রক্ষা করতে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা ও দক্ষিণ পলাশ নামক গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার যুবক-বৃদ্ধরা লাঠি ও লোহার রড নিয়ে গ্রামের রাস্ত্মায় রাস্ত্মায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। [caption id="attachment_2115" align="alignnone" width="495"]
ছবিঃ সংগৃহীত[/caption] দক্ষিণ পলাশ গ্রামের নিজামউদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রাত পার করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ডাকাতি নিয়ন্ত্রণে তেমন কোনো ভূমিকা পালন করছেন না তাই তারা নিজেরাই রাতের বেলা গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করছে। তিনি আরো বলেন, আমরা দুই গ্রামের ৪৫ জন যুবক নিয়ে রাতের বেলা পাহারার ব্যবস্থা করেছি। ১৫ জন করে তিনটি দল দুই গ্রামে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত্ম পাহারা দিচ্ছে। একই গ্রামের এরশাদ মিয়া জানান, কয়েকদিন ধরে এলাকায় প্রতি রাতেই ডাকাত হানা দিচ্ছে। অথচ পুলিশ এর কোন জোরালো ভূমিকা নিচ্ছে না। তারা শুধু একবার গাড়ি নিয়ে টহল দিয়ে চলে যায়। কিছুদিন পূর্বে পলাশ থানার প্রধান ফটকের সাথের দোকান থেকে চুরি করে সর্বস্ব নিয়ে যায়। পলাশ থানার একশ গজের মধ্যে পন্ডিতপাড়া বাজারে এক চাউলের দোকানের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে প্রায় ৭০ বস্ত্মা চাউল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। [caption id="attachment_2116" align="alignnone" width="728"]
ছবিঃ সংগৃহীত[/caption] ডাকাতির ব্যাপারে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ জানান, কয়েকদিন ধরে পৌর এলাকার গ্রামগুলোতে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে কয়েক দফা সভা করে ডাকাতিপ্রবণ এলাকাগুলোতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, থানায় জনবল কম থাকায় আমরা জোরালো ভূমিকা পালন করতে পারছি না।

ছবিঃ সংগৃহীত[/caption] নরসিংদীর পলাশে রাত ঘনিয়ে এলে পৌরবাসীর চোখে মুখে নেমে আসে ডাকাত আতঙ্ক। আর ডাকাতদের হাত থেকে নিজেদের জানমাল রক্ষা করতে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা ও দক্ষিণ পলাশ নামক গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার যুবক-বৃদ্ধরা লাঠি ও লোহার রড নিয়ে গ্রামের রাস্ত্মায় রাস্ত্মায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। [caption id="attachment_2115" align="alignnone" width="495"]

ছবিঃ সংগৃহীত[/caption] দক্ষিণ পলাশ গ্রামের নিজামউদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রাত পার করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ডাকাতি নিয়ন্ত্রণে তেমন কোনো ভূমিকা পালন করছেন না তাই তারা নিজেরাই রাতের বেলা গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করছে। তিনি আরো বলেন, আমরা দুই গ্রামের ৪৫ জন যুবক নিয়ে রাতের বেলা পাহারার ব্যবস্থা করেছি। ১৫ জন করে তিনটি দল দুই গ্রামে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত্ম পাহারা দিচ্ছে। একই গ্রামের এরশাদ মিয়া জানান, কয়েকদিন ধরে এলাকায় প্রতি রাতেই ডাকাত হানা দিচ্ছে। অথচ পুলিশ এর কোন জোরালো ভূমিকা নিচ্ছে না। তারা শুধু একবার গাড়ি নিয়ে টহল দিয়ে চলে যায়। কিছুদিন পূর্বে পলাশ থানার প্রধান ফটকের সাথের দোকান থেকে চুরি করে সর্বস্ব নিয়ে যায়। পলাশ থানার একশ গজের মধ্যে পন্ডিতপাড়া বাজারে এক চাউলের দোকানের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে প্রায় ৭০ বস্ত্মা চাউল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। [caption id="attachment_2116" align="alignnone" width="728"]

ছবিঃ সংগৃহীত[/caption] ডাকাতির ব্যাপারে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ জানান, কয়েকদিন ধরে পৌর এলাকার গ্রামগুলোতে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে কয়েক দফা সভা করে ডাকাতিপ্রবণ এলাকাগুলোতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, থানায় জনবল কম থাকায় আমরা জোরালো ভূমিকা পালন করতে পারছি না।
বিভাগ : নরসিংদীর খবর
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের