নরসিংদীতে বিশ্ব নৃত্য দিবস পালিত

৩০ এপ্রিল ২০১৮, ০৯:২৭ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম


নরসিংদীতে বিশ্ব নৃত্য দিবস পালিত
নরসিংদীতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে বিশ্ব নৃত্য দিবসটি পালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশ্ব নৃত্য দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমী, বাঁধন হারা থিয়েটার, শিশু একাডেমী, নিলাম্বরী সংগীত একাডেমীর শিল্পীরা। এসময় নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সহকারী কমিশনার জাকিয়া সুলতানা, জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।    


এই বিভাগের আরও