স্বামীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে সন্তানের মৃত্যু
১৩ মে ২০১৮, ১১:৪১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৫৩ এএম

অনলাইন ডেস্ক
[caption id="attachment_2429" align="alignnone" width="730"]
ছবিঃ সংগৃহীত[/caption] নিয়মিত চেকআপ করাতেই সন্তানকে নিয়ে একটি ক্লিনিকে গিয়েছিলেন এক দম্পতি। চিকিৎসক দেখানোর পর একটি শপিংমলে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সেখানে কেনাকাটা সেরে স্বামীর সঙ্গে সেলফি তুলছিলেন ওই নারী। সেই সেলফি তোলাই হলো কাল। চলন্ত সিঁড়িতে সেলফি তুলতে গিয়েই প্রাণ হারালো তাদের ১০ মাসের কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের গঙ্গানগরের একটি শপিংমলে। সংবাদমাধ্যম ডেইলিমেইলের খবরে বলা হয়, শপিংমলের চলন্ত সিঁড়িতে ওই নারী যখন তার স্বামীর সঙ্গে সেলফি তুলছিলেন তখন হঠাৎই তার কোল থেকে শিশুটি পড়ে যায়। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথমেই স্ত্রী ও তার সন্তানের সঙ্গে সেলফি তোলেন এক ব্যক্তি। পরে তারা চলন্ত সিঁড়িতে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিঁড়িতে ওই নারীকে তার স্বামী সেলফি তুলতে বলেন। এ সময় সেলফি তুলতে গিয়ে ওই নারী ভারসাম্য হারিয়ে ফেলেন। এতে তাদের কোলের শিশু নিচে পড়ে যায়। ফুটেজে আরও দেখা গেছে, প্রথমে শিশুটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং পরে ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। মাটিতে পড়ার পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে দোকানদাররা শিশুকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর কয়েক দিন আগে মুম্বাইয়ে একই রকম ঘটনা ঘটেছে। ওই সময় হাই হিল পরা এক নারী দ্বিতীয় তলায় ভারসাম্য হারিয়ে ফেলায় কোল থেকে পড়ে তার সন্তানের মৃত্যু হয়।

ছবিঃ সংগৃহীত[/caption] নিয়মিত চেকআপ করাতেই সন্তানকে নিয়ে একটি ক্লিনিকে গিয়েছিলেন এক দম্পতি। চিকিৎসক দেখানোর পর একটি শপিংমলে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সেখানে কেনাকাটা সেরে স্বামীর সঙ্গে সেলফি তুলছিলেন ওই নারী। সেই সেলফি তোলাই হলো কাল। চলন্ত সিঁড়িতে সেলফি তুলতে গিয়েই প্রাণ হারালো তাদের ১০ মাসের কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের গঙ্গানগরের একটি শপিংমলে। সংবাদমাধ্যম ডেইলিমেইলের খবরে বলা হয়, শপিংমলের চলন্ত সিঁড়িতে ওই নারী যখন তার স্বামীর সঙ্গে সেলফি তুলছিলেন তখন হঠাৎই তার কোল থেকে শিশুটি পড়ে যায়। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথমেই স্ত্রী ও তার সন্তানের সঙ্গে সেলফি তোলেন এক ব্যক্তি। পরে তারা চলন্ত সিঁড়িতে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিঁড়িতে ওই নারীকে তার স্বামী সেলফি তুলতে বলেন। এ সময় সেলফি তুলতে গিয়ে ওই নারী ভারসাম্য হারিয়ে ফেলেন। এতে তাদের কোলের শিশু নিচে পড়ে যায়। ফুটেজে আরও দেখা গেছে, প্রথমে শিশুটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং পরে ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। মাটিতে পড়ার পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে দোকানদাররা শিশুকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর কয়েক দিন আগে মুম্বাইয়ে একই রকম ঘটনা ঘটেছে। ওই সময় হাই হিল পরা এক নারী দ্বিতীয় তলায় ভারসাম্য হারিয়ে ফেলায় কোল থেকে পড়ে তার সন্তানের মৃত্যু হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ
- নিখোঁজের ২০ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদী বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ
- নিখোঁজের ২০ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
এই বিভাগের আরও