মনোহরদীতে স্বাস্থ্য সেবার নামে রুগিদের থেকে অর্থ ডাকাতি।

১৭ জুলাই ২০১৮, ০৯:৪২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম


মনোহরদীতে স্বাস্থ্য সেবার নামে রুগিদের থেকে অর্থ ডাকাতি।
মোঃ সুমন রানা   মনোহরদী উপজেলা সদরে সরকারি হসপিটালের পাশাপাশি বেশ কয়েকটা প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে সেবার নামে যেন কসাই এর মত অসহায় রুগি কে শুয়িয়ে দিচ্ছে টাকা নামের ছুরির নিচে। গ্রাম থেকে আসা রুগিদের থেকে বিভিন্ন কৌশলে হাতিয়ে নিচ্ছে টাকা। তারই একটি ঘটনা মনোহরদী উপজেলার মা ও শিশু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। বিষয়টার সত্যতা জানতে, কথা বলি মোঃ সাদ্দাম নামের এক সেচ্ছাসেবী সঙ্গে। যিনি বিগত সময় ধরে নরসিংদীর মনোহরদীতে গরিব,অসহায় ও জরুরী রক্তের প্রয়োজন ব্যক্তিদের রক্ত সমাধান করে দেন। তিনি নরসিংদী টাইমসকে জানান, গত ১২/০৭/১৭ তারিখে একজন লোক মারফত ফোন আসে বি+ ব্লাড এর জন্য। আমি ডোনার রেডি করে পাঠিয়ে দিলাম। রুগি ওখানে একদিন আগে থেকে ভর্তি ছিলো কারণ সিজার হবে। ব্লাড টানার পর ডোনারের ব্লাড টেষ্ট রিপোর্ট দিতেও তাদের অনীহা দেখা যায়। আর ব্লাড ট্রান্সফিউশন বাবদ রুগির লোক কে দরিয়ে দেয়া হয় ৩২০০ টাকার রিসিট যেটা হলুদ রিসিটে উল্যেখ আছে। কিন্ত যখন বিকালে রুগি টাকা পরিশোধ করবে তখন দেয়া হয় অন্য আরেকটা ক্যাশ মেমো (সাদা পাতা টা দ্বিতীয় মেমো) সেটাতে উল্যেখ থাকে মোট বিল ৩৮০০ টাকা তারমাঝে ডিসকাউন্ট ৩০০ টাকা তখন মোট বিল হলো ৩৫০০ টাকা। ৩২০০ টাকা একটা ক্যাশ মেমো পরিবর্তন করতেই ৩২০০ টাকার বিল হয়ে যায় ৩৮০০ টাকা ডিসকাউন্ট দিয়ে দাড়ালো ৩৫০০ টাকা কি বুঝলেন..? ভর্তি রুগির ব্লাড দেয়ার নামে ৫০০ টাকা বেড চার্জ কেন নেয়া হলো..? ভর্তি না হলে ব্লাড নেয়ার জন্য বেড চার্জ নিতে পারতো। ব্লাড ব্যাগ সারা নরসিংদী জেলায় ১৫০-১৭০ টাকা তাহলে এখানে কোন যুক্তিতে ৩০০ টাকা রাখা হয়...? ক্রসমেসিং এর জন্য নরসিংদী জেলা হসপিটাল সমিতি ৩৫০ টাকা নির্ধারন করে দেয়ার পর তারা কেন ৫০০ টাকা নিচ্ছে..? হলুদ রিপোর্ট এ বিল করা হয় ৩২০০ টাকা Blood group test--100 HBsAg--500 VDTL--400 HIV--1000 Cross Mesching--500 Blood Bag--300 সর্বমোট ২৮০০ টাকা হয় তাহলে কেন ৩২০০ টাকা লিখা হলো...? নিচে এর সবগুলো টেষ্ট এর নরসিংদী প্রাইভেট হসপিটাল সমিতি যে মুল্য নির্ধারন করেছে তা দেয়া হলো। Blood group test--100 HBsAg--500 VDTL--300 HIV--1000 Cross Mesching--350 Blood Bag--200 সর্বমোট ২৫৫০ টাকা কিন্তু তাদের ই প্রতিষ্ঠানের মতে বিল হয় ২৮০০ টাকা তাহলে হলুদ মেমো তে কেন কোন যুক্তিতে ৩২০০ টাকা বিল হয়..? এভাবে টাকা নামক ছুরি দিয়ে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে মানবতা কে আর হাতিয়ে নিচ্ছে অসহায় রুগিদের থেকে অবৈধ ভাবে হাজারও টাকা। *এর প্রতিকার কি ? *এর দায় কার ? *কেন আজ অসহায় রুগির লোকজন ? *কেন আজ ডাক্তার নামক কসাই এর নিকট জিম্মি গরিব অসহায় জনগন.? এ প্রশ্ন আজ মনোহরদীর সচেতন জনগনেরর মধ্যে ঘুরপাক খাচ্ছে,,কবে আসবে এ সবেরর সমাধান। কবে ধ্বংস হবে এ সব সেবাদানের নামে মানুষ খেকো প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান গুলো পৃষ্ঠপোষকতাকারী।


এই বিভাগের আরও