নরসিংদীতে জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ গ্রেপ্তার ১৫
০৮ নভেম্বর ২০১৮, ০৫:২৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও নাশকতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি খায়রুল কবির খোকন তীব্র নিন্দা প্রকাশ করেন।
পুলিশ ও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আলোচনা সভা করে জেলা বিএনপি। সেখান থেকে অনুষ্ঠান শেষ করে নরসিংদী বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সুমন মোল্লাসহ ১৫-২০ নেতাকর্মী শিবপুরে ফিরছিলেন। এরইমধ্যে বিএনপির কার্যালয়ের সামনেই নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে ১৫ জনকে গ্রেপ্তার করে।
খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তি। তিনি শারিরীকভাবে অসুস্থ। বিনা কারণে কোন মামলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। মামলা হামলা করে সুস্থ রাজনৈতিক চর্চা হয় না। এটা কোন গণতান্ত্রিক পন্থা নয়। বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে ধাবিয়ে রাখতে চায়। আসলে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাস নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নাশকতা ও নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশ ও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আলোচনা সভা করে জেলা বিএনপি। সেখান থেকে অনুষ্ঠান শেষ করে নরসিংদী বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সুমন মোল্লাসহ ১৫-২০ নেতাকর্মী শিবপুরে ফিরছিলেন। এরইমধ্যে বিএনপির কার্যালয়ের সামনেই নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে ১৫ জনকে গ্রেপ্তার করে।
খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তি। তিনি শারিরীকভাবে অসুস্থ। বিনা কারণে কোন মামলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। মামলা হামলা করে সুস্থ রাজনৈতিক চর্চা হয় না। এটা কোন গণতান্ত্রিক পন্থা নয়। বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে ধাবিয়ে রাখতে চায়। আসলে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাস নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নাশকতা ও নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
এই বিভাগের আরও