নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

১০ ডিসেম্বর ২০১৮, ১০:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১১:১৪ এএম


নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব প্রতীক বরাদ্দ দেন। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রতীক বরাদ্দ নেন। প্রতীক বরাদ্দ নিতে এসে সংবাদিকদের প্রশ্নের জবাবে নরসিংদী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রার্থী থেকে শুরু করে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ আচরণের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, দু’য়েকদিনের মধ্যে বিএনপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও