পলাশে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

২০ জুলাই ২০১৯, ০২:০০ পিএম | আপডেট: ১৮ মে ২০২৫, ০৭:১০ এএম


পলাশে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের বড়বিলে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার (৮০ টি) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার (২০ জুলাই) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দ করা এসব জাল পুড়িয়ে দেয়া হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ওই কারেন্ট জালগুলো করতেতৈল এলাকায়ই পুড়িয়ে ফেলা হয়। এ অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী জানান, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে পলাশ উপজেলার অন্যান্য বিলেও এ অভিযান অব্যাহত থাকবে। অচিরেই উপজেলাকে সব ধরনের অবৈধ জাল থেকে মুক্ত করা হবে।