নরসিংদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩০ জুলাই ২০১৯, ০৭:৫০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৮ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী শিশু একাডেমীতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনায় স্থানীয় পর্যায়ে এসডিজি, সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ সহ বাংলাদেশের স্বপ্ন সোপান যা ২১০০ সালের ডেল্টা প্ল্যান পর্যন্ত বিস্তৃৃত বাস্তবায়নে জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে করণীয়সমূহ আলোচনা করেন।
এছাড়াও তিনি অগ্রাধিকার (৩৯+১) সূচকসমূহ সম্পর্কে ধারণালাভ, অগ্রাধিকার সূচকসমুহের বিপরীতে স্থানীয় পর্যায়ে করণীয় ও প্রাথমিকভাবে স্থানীয় অগ্রাধিকার সূচক নির্ধারণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। (৩৯+১) এই ৪০ টি সূচকের অগ্রাধিকার তালিকা মোতাবেক স্থানীয় পর্যায়ে সকল সরকারি দপ্তরে এসডিজি পরিবীণ এবং দ্রুত ও সফলতার সাথে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়নের গতি ত্বরান্বিত করতে জেলার প্রতিটি উপজেলা তাদের পূর্বনির্ধারিত ০৩ (তিন) টি সূচক ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য অতিরিক্ত ০১ (এক) টি মোত ০৪ (চার) টি সূচক নিয়ে তাদের স্ব স্ব উপস্থাপনা প্রদান করেন ও কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও মতামতসমূহ নিয়ে আলোচনা করেন।
সর্বোপরি জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক আয়োজিত এ কর্মশালা স্থানীয় পর্যায়ে সকল দপ্তরকে এসডিজি বাস্তবায়নে নিজ নিজ দপ্তরের প্রযোজ্য অংশটুকু নিয়ে কাজ করতে উৎসাহিত করবে এবং আগামী ২০৩০ সালে সালে স্থানীয় চাহিদাকে বিবেচনায় রেখে ভবিষ্যতের জন্য ‘টেকসই বাংলাদেশ’ গড়ার ল্েয সকলকে একযোগে অংশ নেয়ার অনুপ্রেরণা যোগাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
কর্মশালায় স্থানীয় সরকারের টেইসই উন্নয়নের লক্ষে জেলার ৬টি উপজেলার ৬টি গ্রুপের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুষমা সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রবৃন্দ, জেলা/উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিাবিদ, সমাজকর্মী, গণমাধ্যমের প্রতিনিধি ও কলেজ পর্যায়ের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা