নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট ২০১৯, ০৫:২৪ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম


নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলাজুড়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে (১৫ আগস্ট, বৃহস্পতিবার) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালী বের করা হয়। নরসিংদী সার্কিট হাউজ থেকে বের হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। 

র‌্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় দিবসটি।



এই বিভাগের আরও