নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত

২০ আগস্ট ২০১৯, ০৭:৩৬ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ এএম


নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত
নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীতে হাড়িধোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দু’জনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার সোনাতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি চক্র নরসিংদীর সোনাতলা ও শিবপুরের পুটিয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া হাড়িধোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে নদীর পাড়ে ভাঙ্গন দেখা দিয়ে আশেপাশের মসজিদ ও দোকানপাট ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান করেন।
এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দু’ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাপাতিও জব্দ করে ভ্রাম্যমান আদালত।



এই বিভাগের আরও