পলাশে ‘দুরন্ত পলাশ’ এর রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০১৯, ০৪:৪৩ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৭ এএম


পলাশে ‘দুরন্ত পলাশ’ এর রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করণ কার্যক্রম পরিচালনা করেছে ‘দুরন্ত পলাশ’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী পলাশের চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার ১ হাজারেরও বেশী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেন। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, সংস্থার সমন্বয়ক মেজবাহ উদ্দিন ভূইয়া ও আজমল হোসেন ইমনসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্থার সমন্বয়ক মেজবাহ উদ্দিন বলেন, কয়েকজন যুবক মিলিত হয়ে সমাজসেবার উদ্দ্যেশে অনলাইন ভিত্তিক সংগঠন দুরন্ত পলাশ গঠন করেছি। এই সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষাবৃত্তি, বনায়ন, রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয়করণ কার্যক্রমসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



এই বিভাগের আরও