একটি অহেতুক গল্প

২০ ডিসেম্বর ২০১৭, ১০:১২ এএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম


একটি অহেতুক গল্প
ফাহিম ইবনে সারওয়ার ‌‌‌‌‍‍'আমার প্রিয় ফল লাল টমেটো’- উঠতি এক নায়িকার উক্তি। বড় করে এই খবর ছাপা হয়েছে আজকের পত্রিকার বিনোদন পাতার অর্ধেক পাতা জুড়ে। এই নিয়ে সকাল থেকে হৈ চৈ। পাবলিক বাসে, অফিসে, চায়ের দোকানে, শুটিংয়ে, পার্লারে, ফেসবুকে সব জায়গায় লাল টমেটো নিয়ে আলাপ তুঙ্গে। দুপুর নাগাদ নায়িকা এবং লাল টমেটো বিষয়ক বেশ কয়েকটি হিট ট্রল ছেড়ে দিলো ফেসবুক পেজগুলো কাঁচাবাজারে দুই ধরণের লাল টমেটো পাওয়া যায়। একটার কেজি ৬০ টাকা, আরেকটার কেজি ৮০ টাকা। দুপুরবেলা হোটেলে ভাত খাওয়ার সময় এক খেটে খাওয়া সেলসম্যান হোটেল বয়ের সাথে তর্ক জুড়ে দিলো সালাদের দাম নিয়ে। তার দাবি সব পঁচা টমেটো দিয়ে তার সালাদ বানানো হয়েছে। এর জন্য আবার টাকা দিতে হবে? ওদিকে প্রাইভেট ভার্সিটি সমৃদ্ধ এক এলাকায় তিন বন্ধু মিলে ছোট একটা রেস্টুরেন্ট খুলেছে গত মাসে। সেই রেস্টুরেন্টের নামপাকা টমেটো যেই দোকানে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বেচা হয়, সেই দোকানের নাম কেনপাকা টমেটোহবে এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। একটা মৌলিক নামের দরকার ছিল, তাই এই নাম রাখা হয়েছে। ইদানিং রেস্টুরেন্টের নাম রাখার চেয়ে বাচ্চাকাচ্চার নাম রাখা সহজ। এত এত রেস্টুরেন্ট চারদিকে, কোন আনকোরা নাম খুঁজে পাওয়া প্রায় অসম্ভব!বাংলা, ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, জাপানিজ, স্প্যানিশ, মেক্সিকান কোন নাম বাকি নাই। এখন পর্যন্তপাকা টমেটোরেস্টুরেন্টের ফেসবুক পেজে লাইক এসেছে ১১৩৬ টি, সব অর্গানিক। কোন বুস্ট পোস্ট এখনো করা হয়নি। তবে লাল টমেটো নিয়ে উঠতি নায়িকার বিখ্যাত উক্তির পর পেজ বুস্ট করার বিষয়ে উদ্যোক্তারা একমত  হয়েছেন। প্রায় বিনে পয়সায় এরকম ব্র্যান্ডিংয়ের সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না যেসব অনলাইন পত্রিকার বিনোদন সাংবাদিকরা লাল টমেটোর খবর মিস করেছেন তারা একই রকমের ভিন্ন অ্যাঙ্গেলের স্টোরি করার চেষ্টা করছেন। একজন নিউজ করেছেন, ‘টমেটো কি ফল? নাকি সবজি?’ সকাল সকাল এক অনলাইনের ভারপ্রাপ্ত সম্পাদক এসে নিউজরুমে গরম করে ফেলেছেন, ‘আজকে টমেটো খুব খাচ্ছে। সারাদিনের সব খবর লাল করে দিতে হবে কুতে কুতে অনেকক্ষণ নিজের লেম জোক নিয়ে নিজেই হাসাহাসি করলেন। এরপর সারাদিনে যে ধরণের নিউজ সেই পোর্টালে দেখা গেল তার কয়েকটির নমুনা এমন, টমেটো লাল ভালো না সবুজ? যৌনশক্তি বৃদ্ধি করে টমেটো লাল টমেটোর পাঁচ সস লাল টমেটো উৎপাদনকারী বিশ্বের শীর্ষ পাঁচ দেশ টমেটো নিয়ে দেশে দেশে উদ্ভট যত উৎসব টমেটো কি গাছে ধরে? সারাদিন এইসব খবর পড়ে এক কলামিস্ট তাঁর আগামীকালের কলামের সম্ভাব্য কয়েকটি শিরোনাম খাতায় টুকে রাখলেন, নিরীহ লাল টমেটো আমাদের সদ্যবিকৃত মানসিকতা নায়িকার কথায় নাচানাচি বন্ধ করুন কোন পথে লাল টমেটো? লাল টমেটো : কৃষিপণ্য নাকি বিনোদনের নতুন ভোগ্যপণ্য? লাল টমেটো নিয়ে যে কথা কেউ বলেনি লাল টমেটো: কৃষকের না নায়িকার? একটি লাল টমেটো পুরোনো মোড়কে বাংলা ছবির অশ্লীলতার নব্য বাস্তববাদী উদাহরণ নায়িকার এক কথায় বাজারে টমেটোর সসের বিক্রি বেড়ে গেল। কয়েকটি জনপ্রিয় কনজ্যুমার ব্র্যান্ড ওই উঠতি নায়িকাকে তাদের টমেটো সস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাইলো। এই কথা শুনে উঠতি নায়িকাকে চলচ্চিত্রে নিয়ে আসা পরিচালক ধমক দিয়ে বললেন,‘নায়িকারা করবে সাবানের অ্যাড। তুমি টমেটো সসের অ্যাড করবা কেন? এইজন্য বিথিকারে বাদ দিয়া তোমারে ব্রেক দিছিলাম? লোকে  আমারে টিটকারি মাইরা কইবো, ওই দ্যাখ, লাল টমেটো নায়িকার পরিচালক যায়।ফান ম্যাগাজিনের সব সম্পাদকরা পরবর্তী সংখ্যায় লাল টমেটো বিষয়ক একাধিক রম্য রচনা কার্টুন ছাপানোর পরিকল্পনা করলো। একজন কাটুর্নিস্ট স্টিভ জবসের হাতে আপেলের বদলে একটা আধখাওয়া লাল টমেটো ধরিয়ে দিলেন। তার নিচে ট্যাগলাইন,Don’t Think, Please!


এই বিভাগের আরও