নরসিংদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ঘোষণা
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৮ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৩:৩০ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্বাস্থ্য সহকারীরা হাম-রুবেলা ক্যাম্পেইনের প্রশিক্ষণ বর্জন করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাদের চার দফা দাবির মধ্যে প্রধান দাবি বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়নের প্রজ্ঞাপন না হলে ২২ ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে নরসিংদীর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে এ ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর কম বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে ক্যাম্পেইনটি বর্জনের ঘোষণায় অনিশ্চিত হয়ে পড়েছে ক্যাম্পেইন করা।
স্বাস্থ্য সহকারীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২২ বছরেও সে দাবি বাস্তবায়ন হয়নি। অথচ তৃনমূলের এই স্বাস্থ্য সহকারীদের কাজের জন্যই আজ বাংলাদেশ টিকাদানে বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আন্তজার্তিক পর্যায়ে ৭টি পুরষ্কারে ভূষিত হয়েছেন।
এর মধ্যে ২০০৯ সালে ইমিউনাইজেশন কর্মসূচীর সফলতার জন্য গ্লোবাল এ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (গ্যাভী) কর্তৃক পেয়েছেন পুরস্কার, ২০১০ সালে ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমানোর জন্য জাতিসংঘের এমডিজি-৪ অ্যাওয়ার্ড, ২০১১ সালে শিশুমৃত্যু-মাতৃমৃত্যুর হার কমানোর জন্য সাউথ সাউথ পুরষ্কার, ২০১২ সালের বাংলাদেশে টিকাদান কর্মসূচীর সাফল্যের ধারাবাহিকতায় (গ্যাভি) কর্তৃক টিকাদানকারী দেশের অ্যাওয়ার্ড, ২০১৪ সালে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারী দেশের অ্যাওয়ার্ড, ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশকে দিয়েছে পোলিও র্নিমূলের সনদ, ২০১৬ সালে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) কর্তৃক বাংলাদেশকে পোলিও নির্মূলে সাফল্যের স্বীকৃতি সনদ, ২০১৬ সালে ধনুষ্টকার নির্মুলের সনদ অর্জন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (গ্যাভি) কর্তৃক শিশুদের টিকাদান কর্মসূচীর ব্যাপক সাফল্যের জন্য পেয়েছেন ভ্যাকসিন হিরো সম্মাননা ।
স্বাস্থ্য সহকারী সমন্বয় পরিষদের দাবিগুলো হলো, টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তম তে উন্নীতকরণ এবং ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীতকরণ, স্বাস্থ্য সহকারীদের সব শূন্যপদ অবিলম্বে পূরণ, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন, প্রতি ৬ হাজার জনসংখ্যার জন্য একজন স্বাস্থ্য সহকারী অথবা প্রতি পুরোনো ওয়ার্ডের জন্য দু'জন স্বাস্থ্য সহকারীর নিয়োগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তকরণ।
বিভাগ : নরসিংদীর খবর
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা