নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

১২ মার্চ ২০২০, ০৪:২৮ পিএম | আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ পিএম


নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ৬টি ডায়ালাইসিস মেশিন নিয়ে এর যাত্রা শুরু হয়েছে।

বুধবার ১১ মার্চ) এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। নবনির্মিত এই ইউনিট ডায়াবেটিক হাসপাতাল কর্তৃক প্রদত্ত সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

এসময় নরসিংদী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো: নুরুল আমিনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।