করোনাভাইরাস: নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত

৩১ মার্চ ২০২০, ০১:৩৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম


করোনাভাইরাস: নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা ও নিজ আবাসস্থলে অবস্থান নিশ্চিত করতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।  

মঙ্গলবারও (৩১ মার্চ) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ জানায়, নরসিংদী সদরসহ পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা ব্যতিত অন্য সকল প্রতিষ্ঠান যাতে কেউ খোলা রাখতে না পারে সে লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সকলকে আহবান জানানো হচ্ছে।



এই বিভাগের আরও