নরসিংদীতে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর তৎপরতা

০২ এপ্রিল ২০২০, ০৩:৩৭ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৫ এএম


নরসিংদীতে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর তৎপরতা

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সরকার নির্দেশিত বিধি কঠোরভাবে মেনে চলতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী পারভেজ মল্লিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন হাট বাজার, সড়ক ও আশপাশের এলাকায় সর্তকতামূলক প্রচারনা চালায়।


এসময় সেনা সদস্যরা জনগণকে ঘরে থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারী উচ্চরণ করেন। সেই সাথে সেনাবাহিনীকে কঠোর কোন পদক্ষেপ যেনো নিতে না হয় সেই বিষয়ে অনুরোধ জানানো হয়। এখন থেকে করোনা মোকাবেলায় সরকারী নির্দেশ পালনে জেলা প্রশাসনের পাশাপাশি কঠোর ভূমিকা পালন করবে সেনাবাহিনী।



এই বিভাগের আরও