নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ

০৮ এপ্রিল ২০২০, ০২:২৭ পিএম | আপডেট: ২০ মে ২০২৫, ০৪:১৫ পিএম


নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অবাধ চলাচল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বুধবার (০৮ এপ্রিল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থান নেয় পুলিশ।

অযথা যাতে কেউ বাইরে ঘোরাঘুরি করতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সরকার নির্দেশিত সময়ের পরে যাতে কেউ দোকানপাট খোলা রাখতে না পারে সে লক্ষে কাজ করছে পুলিশ।

সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানো হচ্ছে।