নরসিংদীতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে পুলিশ

১৬ এপ্রিল ২০২০, ০৪:৩৭ পিএম | আপডেট: ২০ মে ২০২৫, ০৪:১৩ পিএম


নরসিংদীতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মূলেশন মোতাবেক নরসিংদী জেলা পুলিশের তত্ত্বাবধানে কাঁচামাল সংগ্রহপূর্বক পুলিশ লাইন্স নরসিংদীতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হচ্ছে। পুলিশ সদস্যদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে ইতোমধ্যে ৬০ এম.এল বোতলে ৮৫০০টি হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হয়েছে।

এছাড়া নরসিংদী জেলা পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ইতোমধ্যে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও বিতরণ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া অব্যহত আছে বলে জানিয়েছে জেলা পুলিশ।