নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে রাখার চেষ্টায় পুলিশ

২৩ এপ্রিল ২০২০, ০৩:০৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম


নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে রাখার চেষ্টায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে রাখার চেষ্টা চালাচ্ছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষে কঠোর অবস্থানসহ টহল জোরদার করেছে সকল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।

এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল বন্ধে টহল জোরদার করা হয়েছে। ভাইরাসের সংক্রমন প্রশমনে সকলকে ঘরে অবস্থানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।



এই বিভাগের আরও