ব্রণ কমাতে কীভাবে ব্যবহার করবেন কলার খোসা?

২৭ ডিসেম্বর ২০১৭, ০৬:৪৭ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ১০:২১ এএম


ব্রণ কমাতে কীভাবে ব্যবহার করবেন কলার খোসা?
অনলাইন ডেস্ক সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি হয়। আর ব্রণ থেকে একসময় গর্ত বা কালো দাগ হয়। এসব সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন কলার খোসা। এ ছাড়া ত্বক উজ্জ্বল করতেও ব্যবহার করতে পারেন এই খোসা। ব্রণ কমাতে ও ত্বক উজ্জ্বল করতে কলার খোসা ব্যবহারের কথা জানিয়েছে জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। ব্রণ দূর করতে একটি পাত্রের মধ্যে দুই চামচ মধু নিন। একটি পরিষ্কার কলার খোসা নিন। খোসার সাদা অংশে মধু মাখুন। এরপর আক্রান্ত স্থানে কলার খোসা লাগান এবং হালাকাভাবে ঘষুন। এরপর দ্রুত মুখ ধুয়ে ফেলুন। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে এটি ব্যবহার করবেন না। ত্বক উজ্জ্বল করতে এক পিস কলার খোসা, দুই টেবিল চামচ ওটমিল, দুই টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ কাঁচা দুধ নিন। কলার খোসা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন। ব্ল্যান্ড করা কলার খোসা একটি পাত্রে রাখুন। এর মধ্যে একে একে অন্যান্য উপাদানগুলো মেশান। এই স্ক্রাবটি মুখে ও শরীরে ঘষুন। ২০ থেকে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।