শাকিব খানের পুরস্কার গ্রহণ করলেন অপু বিশ্বাস

২৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১৭ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম


শাকিব খানের পুরস্কার গ্রহণ করলেন অপু বিশ্বাস
চলচ্চিত্রাঙ্গনের ২০ গুণী শিল্পীকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ক্লাবটির ২০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ পুরস্কার পন শাকিব খান ও অপু বিশ্বাস। বাংলাদেশের চলচ্চিত্র যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, এমন সময় ঢালিউডের জনপ্রিয় এই জুটি একসঙ্গে ৭৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার বেশির ভাগই সফল। যে কারণে বিশেষ এই পুরস্কার দেওয়া হয়। শাকিব বর্তমানে কলকাতায় অবস্থান করায় অপু বিশ্বাস অনুষ্ঠানে এসে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমাদের ছবিগুলো দর্শক পছন্দ করেছেন বলেই আমরা জুটি হয়ে কাজ করতে পেরেছি। আজকে আমরা সেরা জুটি হিসেবে পুরস্কার পেলাম, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। শাকিব বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র।’ অপু আরো বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, শাকিব খানের জন্য  দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি।’ শাকিব-অপু ছাড়াও পুরস্কার পান—নায়করাজ রাজ্জাক (বিশেষ মরণোত্তর পুরস্কার), ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, সিনিয়র চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সাহিত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্র গীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, সর্বাধিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ, বিশিষ্ট চলচ্চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল, বাংলা চলচ্চিত্রের মারপিট দৃশ্যের প্রবর্তক জ্যাম্বস গ্রুপ, সর্বাধিক চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান, প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরি প্রমুখ। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, তাঁদেরও দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠান উপলক্ষে চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি রঙিন স্যুভেনির প্রকাশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।


এই বিভাগের আরও