পলাশে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে কঠোর প্রশাসন

৩০ নভেম্বর ২০২০, ০৫:৪০ পিএম | আপডেট: ০১ মে ২০২৫, ০৮:৩২ পিএম


পলাশে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে কঠোর প্রশাসন

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে পলাশ উপজেলা প্রশাসন। সামাজিক সচেতনতা ও সামাজিত দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রায় প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।


সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

এসময় মাস্ক ব্যবহার না করায় ও সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি মামলা দায়ের করে নগদ অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মানুষকে সচেতন করা হচ্ছে।