ঘোড়াশালে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

২৩ ডিসেম্বর ২০২০, ০৬:১২ পিএম | আপডেট: ০১ মে ২০২৫, ০৫:২৭ এএম


ঘোড়াশালে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে একটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পোস্ট অফিস রোডের ঘোড়াশাল আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।


এসময় ডায়াগনস্টিক সেন্টারটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। পরিবেশের মান খারাপ থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মালিক পক্ষকে সতর্ক করা হয়।