পলাশে হাসপাতালে নারীর মরদেহ রেখে পালালো স্বজনরা

১৪ জানুয়ারি ২০২১, ০৬:২৯ পিএম | আপডেট: ০১ মে ২০২৫, ০২:১৬ এএম


পলাশে হাসপাতালে নারীর মরদেহ রেখে পালালো স্বজনরা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বিষপান করার কথা বলে ওই নারীকে তিন থেকে চারজন ব্যক্তি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে মরদেহটি ফেলে পালিয়ে যায় স্বজনরা।


পলাশ থানার ওসি শেখ মো: নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটির পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।