পলাশে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা

২০ জুন ২০২২, ০১:৩৫ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ এএম


পলাশে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে এবং পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা করা হয়।

এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের মধ্যে ছিল পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপওা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।



এই বিভাগের আরও