কমিউনিটি পুলিশিং এ জেলার শ্রেষ্ঠ আব্দুল আলী

২৯ অক্টোবর ২০২২, ০৫:৪৫ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম


কমিউনিটি পুলিশিং এ জেলার শ্রেষ্ঠ আব্দুল আলী

আল-আমিন মিয়া:
নরসিংদীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। এ উপলক্ষ্যে শনিবার জেলা পুলিশের উদ্যোগে নরসিংদী পুলিশ লাইন্সে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ২০২২ এর জেলার শ্রেষ্ঠ সংগঠক (সদস্য) হিসেবে নরসিংদীর পলাশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল আলী ভূইয়াকে বাংলাদেশ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এসময় পুলিশ সুপার বলেন, এ স্বৃীকৃতির মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গিয়ে আরও গতিশীল ও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।