পলাশে নিখোঁজের পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
১০ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৫:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর মো. ইসমাইল হোসেন নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ইসমাইল হোসেন (২৪) নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। মো. ইসমাইল মিয়াকে হত্যার পর তাঁর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে স্বজনরা।
পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের পাকা রাস্তা ধরে পথ চলার সময় সড়কের পাশের একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তাদের মাধ্যমে খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পলাশ থানা-পুলিশে জানান।
সোমবার বিকেল ৩টার দিকে ইসমাইল হোসেন ইজিবাইক নিয়ে শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানান নিহতের স্বজনরা। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে সদর থানায় গেলে পুলিশ পলাশের দড়িচর এলাকায় একটি মরদেহের খবর জানায় পরিবারকে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ইসমাইলের বলে সনাক্ত করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুর দেড়টার দিকে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, নিহত ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধারের সময় তাঁর মুখ কাপড়ের টুকরা দিয়ে বাধা অবস্থায় ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর মাথার বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কাপড় দিয়ে মুখ বেধে হত্যার পর মরদেহটি ওই রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্বরা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা