পলাশে লাইসেন্সবিহীন ট্রলি চালানোর অপরাধে জরিমানা

০৮ এপ্রিল ২০২৩, ০৩:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ এএম


পলাশে লাইসেন্সবিহীন ট্রলি চালানোর অপরাধে জরিমানা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ফিটনেস, রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ট্রলি চালানোর অপরাধে দুই ট্রলির চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরসিন্দুর-পলাশ সড়কের তালতলী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সিলভিয়া স্নিগ্ধা। এ সময় পলাশ থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সিলভিয়া স্নিগ্ধা জানান, অবৈধ যানবাহন চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

পলাশ উপজেলায় গত এক মাসে ট্রলির নিচে চাপা পড়ে স্কুলছাত্রসহ ৪ জন নিহত হয়েছে। 



এই বিভাগের আরও