পলাশে শীতলক্ষ্যার গতিপথ রক্ষা ও বেদখল রোধকল্পে জনসচেতনতামূলক সভা

০৭ জুন ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম


পলাশে শীতলক্ষ্যার গতিপথ রক্ষা ও বেদখল রোধকল্পে জনসচেতনতামূলক সভা

পলাশ প্রতিনিধি:
শীতলক্ষ্যা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষা এবং নদী দূষণ ও তীর বেদখল রোধকল্পে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ডাংগা বাজার খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, এ কে খান কোম্পানীর প্রতিনিধি নুরুল ইসলাম ও ডাংগা বাজারের ব্যবসায়ী তারা মিয়া প্রমুখ।



এই বিভাগের আরও