পলাশে চার দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৪ জুন ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম


পলাশে চার দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৩টি মুদি দোকান ও ১টি পরিত্যক্ত ওয়েস্টিজ) কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার (১৪ জুন) ভোরে এ তথ্য জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এসময় আগুন ছড়িয়ে পড়ে ৪টি দোকানে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে এ আগুন লাগার খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন।


পলাশ ফায়ার সার্ভিস ৯৯৯ থেকে রাত ৩টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে ৪ দোকানের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের ১টি ওয়েস্টেজ কাপড়ের দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় আধা ঘন্টায় সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি। ৩টি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিলো কম। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষ এই আগুনে ক্ষয়ক্ষতির কি পরিমান জানা যাবে।



এই বিভাগের আরও