পলাশে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৮ আগস্ট ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম


পলাশে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী এ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবীর মোহাম্মদ আজিম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী প্রমূখ।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের প্রধান শিক্ষক, সমাজ কর্মী, এনজিও কর্মী, গণমাধ্যমের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেয়।



এই বিভাগের আরও