পলাশে জুয়ার আড্ডাখানা থেকে ৬ জন গ্রেফতার

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৮ এএম


পলাশে জুয়ার আড্ডাখানা থেকে ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের পলাশ বাসস্ট্যান্ডের রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে সাফায়েত হোসেন (৪৮), মালিতা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল বাশার ভূইয়া (৪৬), ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আনিসুরজ্জামান (৪৫), খানেপুর গ্রামের মৃত আব্দুর রব ভূইয়ার ছেলে ইকবাল হোসেন (৪০), একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে সোহেল রানা ও চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের ফিরুজ সরকারের ছেলে কাউসার সরকার।


স্থানীয়রা জানান, ওই রেলওয়ে কলোনীটি স্থানীয় এক জনপ্রতিনিধির এপিএস হিসেবে পরিচয়দানকারী আনিসুর রহমান মামুনের আড্ডাখানা। ওই আড্ডাখানায় নিয়মিত জুয়ার আসর বসে। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেফতার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ূন কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



এই বিভাগের আরও