পলাশে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলো পুলিশ সদস্যরা

১৬ এপ্রিল ২০২০, ০৯:৫৮ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম


পলাশে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলো পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকট মোকাবেলায় নরসিংদীর পলাশে নিজেদের বেতনের টাকায় হতদরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডাংগা পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডাংগা পুলিশ ক্যাম্প মাঠে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।


স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও পুলিশ ক্যাম্পের ইনচার্জ সালাহ উদ্দীন প্রধান উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। ডাংগা পুলিশ ক্যাম্পের সকল সদস্যদের তিন দিনের বেতনের অর্থে খাদ্যসামগ্রী সহ মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয় বলে জানান ক্যাম্প ইনচার্জ সালাহ উদ্দীন প্রধান।
এসময় স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন, কৌশিক আহমেদ নয়ন, সাবেক সদস্য মোস্তফা মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও