ঘোড়াশালে কর্মহীন দরিদ্র পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ

১৮ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম


ঘোড়াশালে কর্মহীন দরিদ্র পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংকট মুহুর্তে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরবাসীর পাশে দাড়িয়েছে পরী নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার পাশাপাশি, এবার সংগঠনটি পৌর এলাকার কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন সবজি বিতরণ করেছে।

সংগঠনের কর্মীদের মাধ্যমে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মহল্লায় ঘুরে ঘুরে ৩ শত অসহায় পরিবারের ঘরে বেগুন, ঢেড়স, শশা, শিম, বরবটি, পুই শাকসহ বিভিন্ন সবজি বিতরণ করা হয়। এছাড়া সংগঠনটি পৌরবাসীকে ঘরে থাকার সুবিধার জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর হোম ডেলিভারি সেবা চালু করেছে।

পরী সংগঠনের পরিচালক মাকসুদুর রহমান জানান, করোনাভাইরাসের এই সংকট মুহুর্তে মানুষের পাশে থেকে সেবা করার জন্য পরী সংগঠন কাজ করে যাচ্ছে। সংগঠনটির মাধ্যমে কর্মহীন দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। নতুন করে এরমধ্যে বিভিন্ন সবজিও যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কিছু আইটেম বাড়ানো হবে। এই দুর্যোগ মুহুর্তে কর্মহীন মানুষদের যেন কষ্টে না থাকতে হয় সে জন্য সবার এগিয়ে আসা উচিত।