দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পলাশে মানববন্ধন

০৮ অক্টোবর ২০২০, ০৫:৪১ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম


দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পলাশে মানববন্ধন

আল-আমিন মিয়া:
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে নরসিংদীর পলাশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে পলাশ উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উদ্দীপ্ত তারুণ্য, পলাশের পাপড়ি ও স্বপ্নপুরণ সংঘ নামের ৩টি সামাজিক সংগঠনের কর্মীরা এ বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। ”ধর্ষকের কোন ধর্ম নেই, সমাজে তোর স্থান নেই”, ”ধর্ষকের বিচার চাই, ঘরে ঘরে হবে হারকিউলিস ভাই”, “চল যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে”, “ধর্ষকের লাগাম ধরো, মা-বোনকে রক্ষা কর”, “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” প্রভৃতি প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের কাছে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে অংশ নেয় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাপড়ির সভাপতি শেখ রাসেল, স্বপ্নপুরণ সংঘের সভাপতি সাব্বির হোসেন ভুইয়া ও উদ্দীপ্ত তারুণ্যের সভাপতি রফিকুল ইসলাম শান্ত প্রমুখ। এ সময় বক্তারা দেশব্যাপী চলমান ধর্ষণ, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



এই বিভাগের আরও