রায়পুরায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৬ জানুয়ারি ২০২১, ০২:৫৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পিএম


রায়পুরায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় ফেন্সিডিলসহ আশরাফ উদ্দিন (৬৫) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আশরাফ উদ্দিন রায়পুরা থানার রামনগর গ্রামের মৃত জমির মিয়ার ছেলে।

বুধবার (০৬ জানুয়ারী) ভোরে রায়পুরার রামনগর পাগলার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রামনগর পাগলার মোড়ের পাকা সড়কের উপর থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আশরাফ উদ্দিনকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃত আশরাফের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও