রায়পুরায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৩ জুন ২০২২, ০৭:১৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৭:৫৪ পিএম


রায়পুরায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সিলেট গামী কালণী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন (৫০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার শ্রীরামপুর রেলগেইটের পূর্বপাশে উত্তর পাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পায়পুরা ইউনিয়নের বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে। নিহতের পরিচয় শনাক্ত করেন তার বোন সাহেরা খাতুন (৬০)।   

নিহতের বোন সাহেরা খাতুন ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা দুই বোন শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে দীর্ঘ ২৫ বছর যাবৎ ভাড়ায় বসবাস করে আসছিলেন ৷ তারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। সোমবার বিকালে জমিলা কাজ শেষে বাসায় ফেরার জন্য রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, শ্রীরামপুর রেলগেইট সংলগ্ন ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাষ্টার মো রেদোয়ান জানান, এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে অবগত নই। সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ৪ টা ২৪ মিনিটে মেথিকান্দা স্টেশন অতিক্রম করেছে।



এই বিভাগের আরও