রায়পুরায় বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

০৯ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১১:৩০ পিএম


রায়পুরায় বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় একটি মাদরাসায় বালতির পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তর বাখরনগর ইউপি সদস্য মো. রহমত আলী।

শিশু আবু তালহা বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রশিদের ছেলে।

ইউপি সদস্য মো. রহমত আলী জানান, বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার পাশে একটি ঘরে স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন আব্দুল রশিদ। মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তিনি। বুধবার সকালে শিশু তালহা মাদরাসার সীমানার ভেতরে খেলা করছিলো। এ সময় তার মা-বাবা কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে টিউবওয়ের পাশে থাকা পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায় তালহা। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।



এই বিভাগের আরও