বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে : আশরাফ উদ্দিন বকুল

০২ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম


বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে : আশরাফ উদ্দিন বকুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রায়পুরার প্রত্যেকটা চরাঞ্চলে শান্তি বিরাজ করবে, আইনের শাসন থাকবে, আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন। বিএনপি এবং সাধারণ মানুষ মিলেমিশে চলাফেরা করবেন। কোনপ্রকার দ্বন্দ্ব সংঘাতে আপনারা জড়াবেন না।

তিনি শনিবার (২ নভেম্বর) বিকালে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে চরাঞ্চলে দাঙ্গা লাগানো বিএনপি নেতা-কর্মীদের কাজ নয়। তাই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে শেখ হাসিনা দেশে থাকতে পারেন নাই। শেখ হাসিনা হত্যা, গুম, লুটপাট করেছেন। তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়েছে। ব্যাংকের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।

চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজহার মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা: মাসুদা জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 



এই বিভাগের আরও