আমেরিকায় “কনগ্রেস অনার ” এওয়ার্ড লাভ করেন নরসিংদীর মেয়ে কৃষ্টি বনিক

১৮ জুলাই ২০১৯, ০১:০০ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম


আমেরিকায় “কনগ্রেস অনার ” এওয়ার্ড লাভ করেন নরসিংদীর মেয়ে কৃষ্টি বনিক
আমেরিকায় “কনগ্রেস অনার ” এওয়ার্ড লাভ করেন নরসিংদীর মেয়ে কৃষ্টি বনিক

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের ইঞ্জিনিয়ার নিরঞ্জন বনিকের বড় মেয়ে কৃষ্টি বনিক আমেরিকায় দ্যা ওয়ালটার এইচ ক্রয়েটরি ইন্টারমিডিয়েট স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে ইউএস স্টেট “কনগ্রেস অনার” এওয়ার্ড লাভ করেছে।

 

আমেরিকায় “কনগ্রেস ওনার” এওয়ার্ড লাভ করেন নরসিংদীর মেয়ে কৃষ্টি বনিক

 

মেধাবী শিক্ষার্থী কৃষ্টি বনিক চলতি বছরে একই সাথে নিউইয়র্ক স্পেশালাইজড হাই স্কুল টেস্ট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ন হয়ে দ্যা ব্রুনেক্স হাই স্কুল অব সাইন্স স্কুলে ভর্তি হয়েছে। মেধাবী শিক্ষার্থী কৃষ্টি বনিকের পিতা ইঞ্জিনিয়ার নিরঞ্জন বনিক ও মাতা দীপা বনিক উনাদের মেয়ের জন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করেছেন।

মেধাবী শিক্ষার্থী কৃষ্টি বনিকের ছোট বোন তুষ্টি বনিক আমেরিকার পিএস সেভেন কুইন্স স্কুলে সেকেন্ড গ্রেডে পড়াশোনা করছে।

আমরা এই মেধাবী শিক্ষার্থী কৃষ্টি বনিক ও তার ছোট বোন তুষ্টি বনিকের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।মেধাবী শিক্ষার্থী কৃষ্টি বনিকের গ্রামের বাড়ী।



এই বিভাগের আরও