বরেণ্য কৃষকনেতা প্রয়াত ফজলুল হক খোন্দকারের জন্মবার্ষিকী পালিত

২৮ জুলাই ২০১৯, ০৫:০১ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম


বরেণ্য কৃষকনেতা প্রয়াত ফজলুল হক খোন্দকারের জন্মবার্ষিকী পালিত

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বরেণ্য কৃষকনেতা প্রয়াত ফজলুল হক খোন্দকারের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মিলনায়তনে এ জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে।


ফজলুল হক স্মৃতি সংসদের সহ-সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেনু, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক সিকদার, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খোন্দকার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহসিন খোন্দকার, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ খোন্দকার, আতাউল্লাহ খোন্দকার, গিয়াস উদ্দিন, আশরাফ আলী প্রমূখ।