রায়পুরায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

২২ অক্টোবর ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ এএম


রায়পুরায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস ছাদেক।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, রায়পুরা থানার (পরিদর্শক তদন্ত) লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালিব পাঠান, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন প্রমুখ।



এই বিভাগের আরও