শিবপুরে চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

২৬ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম


শিবপুরে চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরে চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামী রায়হান মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর উত্তরার বায়তুন নূর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে চিল্লার নামে সে ওই মসজিদে অবস্থান করছিল। গ্রেপ্তার হওয়া রায়হান মিয়া শিবপুর উপজেলার বাহারদিয়া এলাকার আবদুল বাছেদের ছেলে।
শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ এপ্রিল সন্ধ্যায় চার বছরের ওই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশীর বাড়ির গোসলখানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে রায়হান। ঘটনার সময় চিৎকার করলে শিশুটির দাদীসহ আশেপাশের বাড়ির লোকজন চলে আসলে আসামী রায়হান মিয়া পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে জিজ্ঞাসা করিলে সে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।


খবর পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারী পরীা ও চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরদিন শিশুটির দাদা বাদি হয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল আসামী রায়হান।


এরই প্রেেিত র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার উত্তরার বায়তুন নুর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সে ওই মসজিদে ২০ দিনের তাবলিগে গিয়েছিল বলে অভিযুক্ত রায়হানের বরাত দিয়ে জানায় র‌্যাব। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে যৌন হয়রানীর কথা স্বীকার করে রায়হান।