শিবপুরে মার্কেট মালিক কর্তৃক ভাড়াটিয়াদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন
২৮ এপ্রিল ২০১৯, ১১:০১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম

শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে মার্কেট মালিক কর্তৃক ভাড়টিয়া ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কলেজগেইট মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ গেইট ব্যবসায়ী সমিতি’র সভাপতি বিল্লাল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা।
কলেজগেইটস্থ আবদুল খালেক মার্কেটের মালিক মো: মনিরুজ্জামান মোল্লা বাবুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এ মানববন্ধন করা হয়।
এসময় ভাড়াটিয়াদের পক্ষে রেডিমেড কাপড় ব্যবসায়ী নোমান জানান, তিনি ৪ বছরের জন্য প্রতিবছরে ৩৫ হাজার টাকা করে আবদুল খালেক মার্কেটে একটি দোকান ভাড়া নিয়েছেন। কিন্তু ২ বছর অতিবাহিত হওয়ার পর দোকান ঘর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন মার্কেটের মালিক। পরে নোমান ব্যবসায়ী সমিতির কাছে মৌখিকভাবে অভিযোগ করলে তাঁরা মার্কেটের মালিক মো: মনিরুজ্জামান মোল্লা বাবুলের সাথে সালিশ দরবারের মাধ্যমে বিষয়টির সুরাহা করেন। চুক্তি মোতাবেক নোমানই দোকানে থাকবেন অন্যকেউ আসতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।
কিন্তু এ বিষয়টিকে মার্কেটের মালিক সহজে মেনে নিতে পারেননি। ফলে মালিক তাঁর ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন যে “শিবপুর কলেজ গেইটে নব্য সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক ও ব্যবসায়ীদের জীবন সংকটাপন্ন। প্রশাসনের সুদৃষ্টি কমনা করছি।”
এছাড়া অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা দোকান ঘর ভাড়া হিসেবে অগ্রীম নিয়ে পরে তাকে আর ঘর দেয়া হয়নি। বেশি টাকা নিয়ে অন্য আরেক জনের কাছে দোকানটি ভাড়া দিয়ে ফেলেন মার্কেট মালিক। পরে সে ব্যবসায়ী এর প্রতিবাদ করে তার অগ্রীম টাকা ফেরত চাইলে মার্কেটের মালিক তালবাহানার মাধ্যমে সময়ক্ষেপন করে ৯০ হাজার টাকা ফেরত দিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন।
এমনিভাবে মার্কেটের মালিক দোকানের ভাড়াটিয়াদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। মার্কেটের মালিক এড. মো: মনিরুজ্জামান মোল্লা বাবুলের অত্যাচারে অতিষ্ট হয়ে ব্যবসায়ীরা গণস্বাক্ষর নিয়েছেন এবং আইনের আশ্রয় নেবেন বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে আবদুল খালেক মার্কেটের মালিক মো: মনিরুজ্জামান মোল্লা বাবুলের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, নব্য সন্ত্রাসীরা আমাকে হুমকি প্রদান করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা