শিবপুরে স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

২০ অক্টোবর ২০১৯, ০৩:৪৮ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:২৯ এএম


শিবপুরে স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্সের স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকালে শিবপুর উপজেলার বড়ইতলায় ফেয়ার ইলেক্টনিক্সের স্যামসাং কারখানায় কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত জাবেদ আহমেদ সাব্বির (২৬) শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার আ: মোতালিবের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, স্যামসাং কোম্পানীর ফ্রিজ প্যাকেজিং বিভাগের হেলপার হিসেবে কর্মরত ছিলেন সাব্বির। প্রতিদিনের মতই কাজে যোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্যামসাং কোম্পানীর এডমিন অফিসার আসাদ শ্রমিক মৃত্যুর ঘটনা স্বীকার করলেও, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু ঘটেনি বলে দাবী করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা তার।



এই বিভাগের আরও