শিবপুরে হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী পালিত

১৫ জুলাই ২০২০, ১২:০৬ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম


শিবপুরে হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী পালিত

শেখ মানিক:

নরসিংদী শিবপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এঁর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।

শিবপুর পৌর মডেল স্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাদের কিবরিয়া।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাপার সহকারী সাধারণ সম্পাদক উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক জহিরুল হক মোল্লা হারুন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জাপার দপ্তর সম্পাদক মো. হুমায়ূন কবীর, কেন্দ্রীয় মৎসজীবী পার্টির সমবায় বিষয়ক সম্পাদক আল মাহমুদ শেখ,  উপজেলা জাপার দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাতাব, জয়নগর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও সাধারচর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আবদুল হক প্রমুখ।

দোয়া পরিচালনা করেন শিবপুর পৌর মডেল স্কুলের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলা উদ্দিন।